শাহাদত হোসাইন: রাজশাহীর পুঠিয়া উপজেলা হাড়োগাথিতে একটি মুরগির পোল্ট্রি ফার্মে আগুন লেগে পুরোটাই পুড়ে ছাই।
আজ রবিবার (১৬ অক্টোবর) ভোর চার্টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, উপজেলার মানিক মিয়ার ছেলে, ইসমাইল হোসেনের মুরগির পোল্ট্রি ফার্মে ভোররাতে হঠাৎ করে, আগুনের লেলিহান শেখা দেখতে পায়। আগুনের ব্যাপক তীব্রতার কারণে, পোল্ট্রি ফার্মের আশেপাশে ভিড়তে পারেনি ইসমাইল হোসেন ও তার আত্মীয়-স্বজনরা। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো পোল্ট্রি ফার্মটি পুড়ে ছাই হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে মুরগির পোল্ট্রি ফার্মটি পুড়ে ছাই হওয়ার কারণ কি, সঠিকভাবে কেউ বলতে পারছেন না।
ভুক্তভোগী ইসমাইল হোসেনের সাথে কথা বলে আরও জানা যায় তিনি বলেন, আমি প্রায় রাত ১ টার দিকে ফার্ম থেকে বাসায় যাই। পরে রাত প্রায় চারটার দিকে আমার পোল্ট্রি ফার্মের এলাকায় চিল্লাচিল্লি শুনতে পাই। ঘুম থেকে উঠে দেখি আমার পোল্ট্রি ফার্মটি দাও দাও করে জ্বলছে। ততক্ষণে আমার পোল্ট্রি ফার্মটি গুড়ে তছনছ হয়ে যায়। সেসময় বুঝতে পারছিলাম না কি করব মাথায় আর কাজ করছে না। তবুও আত্মীয়-স্বজনরা মিলে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায় ততক্ষণে আমার স্বপ্নটুকু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেন আরো বলেন, আমার মুরগির এই পোল্ট্রি ফার্মটি পুড়ে যাওয়ায় আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লাম। ঋণ দেনা করে এই পোল্ট্রি ফার্মটি তৈরি করেছিলাম। প্রায় সব মিলে ১০ লাখ টাকার উপরে আমি ক্ষতিগ্রস্ত। রাতের আঁধারে কে বা কারা আমার পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে আমার স্বপ্ন পুড়িয়ে দিয়েছে।
এদিকে ইসমাইল হোসেন দাবি করছেন, তার মুরগির পোল্ট্রি ফার্মে হিংসা বশীভূত হয়ে কে বা কারা রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এই বিষয়ে পুঠিয়া থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়েছে।