বিডি নিউজ২৩; একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের (১২ অক্টোবর) বুধবার চট্টগ্রামের সমাবেশে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন।
বুধবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এ সময় ‘বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই’ বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের তিন বার ‘নারায়ে তাকবির’ বললে ‘আল্লাহ আকবর’ বলে পাল্টা সাড়া দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
বক্তব্যে হুম্মাম বলেন, ‘বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি নিজে কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে’।
তিনি বলেন, ‘আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারো নেই। এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। বাধ্য করব প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে যেতে হবে। যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই- ‘নারায়ে তাকবির’, ‘নারায়ে তাকবির’ ‘নারায়ে তাকবির’।
বক্তব্য শেষ করার আগে বলেন, ‘আমরা যখন আবার এ ময়দানে আসব সরকার গঠন করে ময়দানে আসব’।
হুম্মাম চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে ২০১৫ সালের নভেম্বরে ফাঁসি দেয়া হয়। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
২০১৬ সালে ৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি হুম্মামকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে তখন তার আইনজীবী ও পরিবার অভিযোগ করেছিল। এরপর থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
২০১৭ সালের মার্চে তাকে রাজধানীর ধানমন্ডির বাসার কাছে কে বা কারা ফেলে রেখে যায় বলে পরিবার জানায়। এরপর থেকে আড়ালেই আছেন হুম্মাম কাদের। উৎসঃ সময় নিউজ