বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা তাহেরপুর রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ চয়েন উদ্দিন শাহ স্মৃতি পাঠাগার এর শুভ করা হয়েছে।
শহীদ চয়েন উদ্দিন শাহ মথুরাপুর ৪ নং ওয়ার্ডের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান হাফিজ এর পিতা। মরহুম অধ্যক্ষ আব্দুল জলিল মিয়ার আপন মামা।
বুধবার ১২ অক্টোবর বাদ মাগরিব রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যান সংস্থার সমাজ কল্যান সম্পাদক সোহেল রানার উপস্থাপনায় ও রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যান সংস্থার সভাপতি সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, রিক্রিয়েশান ক্লাব ও সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান বুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাইদুর হাসান আনসারি,সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান হাফিজ,সাবেক প্রধান শিক্ষক শাহরিয়ার সরকার বাবলু,অধ্যাপক সত্যজিত রায় তোতা সহ ক্লাবের অনান্য সদস্য উপস্থিত ছিলেন।