ইসরাফিল হোসেনঃ রাজশাহী টাইমস” এর পক্ষ থেকে বাগমারা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকারী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রাজশাহী টাইমস এর পক্ষ থেকে বাগমারা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকারী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা প্রদান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই সংবর্ধনা প্রদান করেন রাজশাহী টাইমস এর সম্পাদক ও প্রকাশক ইসরাফিল হোসেন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাসিরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, দৈনিক বার্তার তাহেরপুর প্রতিনিধি আব্দুল আলিম সরদার। নব-নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন।