মিজানুর রহমান বাগমারাঃ রাজশাহী বাগমারা তাহেরপুর তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার।
আজ ৯ অক্টোবর দুপুরে তাহেরপুর চকিরপাড়া ফোর স্টার ক্লিনিকে পাশে চায়ের দোকানে থেকে মাদক ব্যবসায়ী পারভেজ পিতা মৃত,শফিকুল ইসলাম এর ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সময় ১২ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইতিপূর্বে মাদক মামলা জেল খাটার জামিনে থাকার কথা ওঠে আসে।।
এই বিষয়ে তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি জিলালুর রহমান বলেন, ১২ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। থানা মাধ্যম মাদক মামলায় জেলা হাজতে পাঠানো হবে।