বিডি নিউজ২৩; ভারতের উত্তর প্রদেশে দুর্গাপূজার একটি মণ্ডপে অগ্নিকাণ্ডে তিন শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৬ জন। খবর এনডিটিভির।
রবিবার (২ অক্টোবর) রাতে রাজ্যটির ভাদোহি শহরে মণ্ডপে আরতি দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সপ্তমীর দিন আরতি দেওয়ার সময় রাত ৯টার দিকে (স্থানীয় সময়) আগুনের সূত্রপাত হয়। এ সময় মণ্ডপের প্যান্ডেলের ভেতরে প্রায় ১৫০ মানুষ ছিল বলে পুলিশ জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।
তবে বার্তা সংস্থা পিটিআই বলছে, একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়। আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাথি বলেন, রাতের এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক নারী ও শিশুর মৃত্যু হয়। পরে সোমবার (৩ অক্টোবর) সকালে হাসপাতালে আরও দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়।
জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্যান্ডেলটির একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত উত্তপ্ত হয়ে বৈদ্যুতিক তারের কয়েক জায়গায় আগুন ধরে যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো মণ্ডপজুড়ে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “রাতের এ ঘটনায় ঘটনাস্থলে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। পরে সোমবার সকালে হাসপাতালে আরও দুটি শিশু ও আরেক নারীর মৃত্যু হয়।”
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার অনিল কুমার।