বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ার, ধোপাপাড়ায় মাছ-মাংস বিক্রি করার সেড, ও হাজিরহাট খামারপাড়া বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
সোমবার (৩ সেপ্টেম্বর) এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার হাজিরহাট খামারপাড়া বাজারে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে গণশৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। এছাড়াও একই উপজেলার ধোপাপাড়া হাটে মাছ-মাংস ব্যবসায়ীদের সুবিধার্থে সেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। হাটে আসা মানুষের সুবিধার্থে গণ শৌচাগারটি ব্যাপক জনউন্নয়নে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় ধোপাপাড়া হাটে ব্যাপক মানুষের সমাগম হয়। এই হাটে আগে মাছ ও মাংস ব্যবসায়ীরা মাটিতে বসে কেনাবেচা করতো। এতে করে ব্যবসায়ী ও ক্রেতাদের অনেক অসুবিধা হতো, পাশাপাশি মাছ-মাংসের নোংরা পানিতে দূষিত হতো পরিবেশ। মাছ-মাংস বিক্রি করার এই সেডটি তৈরি হলে ক্রেতা বিক্রেতারা দারুন সুফল পাবে। পাশাপাশি মাছ-মাংসের নোংরা পানিতে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনাও থাকবে না। এমনটাই মনে করছেন এলাকাবাসী ও ক্রেতা-বিক্রেতারা।
এসব উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মোঃ শাহিন ওয়াজ সরকার, উপজেলা ইউজিডিপি। ওয়াশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি। হোসনে আরা বেগম, চেয়ারম্যান ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। তাকবীর হাসান, চেয়ারম্যান ৪ নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ। আব্দুল মান্নান, (সাবেক) চেয়ারম্যান ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। মোঃ শামীম হোসেন, ইউপি সদস্য। আরজুল্লাহ্ শেখ (ঝাটু), সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোহাম্মদ আনসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, ও আরো বহু ক্রেতা-বিক্রেতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।