শাহাদাত হোসাইন: রাজশাহীর পুঠিয়া উপজেলার মালিপাড়ায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক মক্তবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) মক্তবটি উদ্বোধন করেন পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর, ডাক্তার মনসুর রহমান এমপি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলার মালিপাড়া উত্তর পাড়া জামে মসজিদে, “মসজিদ ভিত্তিক মক্তব” সরকারি মঞ্জুরী পাওয়ার পর, প্রফেসর ডাক্তার মনসুর রহমান এমপি তার শুভ উদ্বোধন করেন।
৬ নং কাশিয়াপুকুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, নূর মহম্মাদ প্রামানিকের সভাপতিত্বে, মালিপাড়া গ্রামের সর্বসাধারণের আয়োজনে শুভ উদ্বোধন অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ। আহসান উল হক মাসুদ, (সাবেক) সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ। শাহরিয়ার রহিম কনক, সাধারন সম্পাদক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ। আব্দুর রহিম মোল্লা সভাপতি, ৫নং শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাইফুল ইসলাম সেলিম সাধারন সম্পাদক, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের আরো অনেক নেতা কর্মী।