বাগমারা প্রতিনিধিঃ দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তার জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অন্যান্য বিশ্বনেতাদের অংশগ্রহণে ইউএনজিএ’র সাধারণ আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন।
তার অনুপস্থিতিতেই দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেছেন। তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহেরপুর পৌর আওয়ামী লীগ, তাহেরপুর কলেজ ও তাহেরপুর কলেজ ছাত্র লীগের উদ্দোগে
আজ সকাল ১০ টায় তাহেরপুর কলেজ ও বেলা ১১ ঘটিকার সময় তাহেরপুর দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর ডিগ্রি কলেজ এর সভাপতি মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মনসুর, তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোবারক আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, শিক্ষক প্রতিনিধি গৌতম সরকার ও শাহনাজ পারভিন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি প্রভাষক আব্দুল মাজেদ, তাহেরপুর পৌর যুবলীগের আহবায়ক আসাদুল ইসলাম, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,তাহেরপুর কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন, সাধারণ সম্পাদক কোরবান খাঁ, বাগমারা উপজেলার ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সরকার শাওন,বাগমারা ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত হোসাইন সাগর,তাহেরপুর কলেজ ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী শামীম আহমেদ,পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহনিয়াজ খাঁন সাফিন,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং তাহেরপুর কলেজের সকল শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।