বিডি নিউজ২৩; পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চুর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু।
এ সময় প্রধান অতিথি চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বলিষ্ঠ বিশ্ব নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখড়ে পৌঁছে গেছে। এমন একজন বিশ্ব মানবতার নেত্রীর আজ শুভ জন্মদিন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাঙালী জাতি অনেক কিছু পেয়েছে। তাই তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করি।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সরকার, জয় সরকার, রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। কামাল হোসেন, প্যানেল মেয়র পুঠিয়া পৌরসভা। মোঃ জয়নাল আবেদীন, কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।