• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঘুষকাণ্ডে দালালির দায়ে সাসপেন্ড হিটলার মার খেয়ে মামলা করে আপোসও করে তিনিই! পুঠিয়ায় ট্যাপেন্টাডল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা পুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে মাছ শিকার! প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল বাগমারায় আ.লীগ নেতা ও ক্যাডার আক্কাস আলী মাস্টার গ্রেফতার দখলদার হিটলার-বুলবুল গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখল মুক্ত করতে ইউএনও’কে স্মারকলিপি

রাজশাহীর বাঘা উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময়, আসন্ন দূর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে গুজব থেকে সতর্ক থাকতে বক্তারা বিশেষ ভাবে জোর দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, বাঘা পৌসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ, অধ্যক্ষ নছিম উদ্দীন, অধ্যক্ষ আবদুর রব,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, উপজেলা মসজিদের ইমাম সুলতান আহম্মেদ । 

উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, স্কাউট এর প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, কলেজ ছাত্র সহ কমিটির সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা সামাজিক সম্প্রীতি নিয়ে সকলের মাঝে আলোচনা করেন ও গুজব থেকে সাবধান থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

বক্তারা বলেন, বাঙ্গালির সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। সকলে মিলেমিশে থাকুন আমরা সেটাই চাই।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.