২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। যেখানে তার পর্দার পার্টনার ছিলেন চিত্রনায়ক শাকিব খান।
একে একে ১২টা চলচ্চিত্রে একসঙ্গে জুটি বেঁধেছেন। পর্দার বাইরেও তাদের রসায়ন রসদ জুগিয়েছে দর্শকদের। অন্যদিকে, আবারও খবরের শিরোনাম হয়েছেন বুবলী। যার সূত্রপাত ফেসবুকের একটি পোস্ট। যেখানে মা হওয়ার ইঙ্গিত দেন তিনি। নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা। যার একটি ছবিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।’
বুবলী হাত দিয়ে রেখেছেন পেটে।
বেবিবাম্পের পোজ দিয়েছেন চিত্রনায়িকা বুবলী
ক্যাপশন ও ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে আমেরিকাতে মা হয়েছেন তিনি। অন্যদিকে এমন ছবি ও ক্যাপশনের নেটিজেনদের আরও আগ্রহী করে তুলেছে বিষয়টিতে। অনেকেই জানতে চেয়েছেন, মা হয়েছেন বুবলী, তাহলে বাবা হয়েছেন কে?
বেবিবাম্পের পোজ দিয়েছেন চিত্রনায়িকা বুবলী
সবুজ নামের একজন লিখেছেন, ‘শাকিবের এক ছেলের জন্মদিন অন্য সন্তানের প্রকাশে আসার দিন।
অন্য একজন লিখেছেন, বেবির জন্য অনেক শুভেচ্ছা রইলো।
তবে বাবার বিষয়টিই বেশিজন জানতে চেয়েছেন। কিন্তু কোনো মন্তব্যেরই প্রত্যুত্তর দেননি বুবলী।
আমেরিকাতেই মা হয়েছেন বুবলী! এদিকে গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি।
শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরে সেসময় সন্তান এসেছে।