বিডি নিউজ২৩: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গিয়ে ছাত্রলীগের হামলায় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি-ফোকাস বাংলা
এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সমকালকে বলেন, ‘ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ এফ রহমান ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাদের ওপর রড়-স্ট্যাম্প নিয়ে হামলা চালায়। এতে আমি ও আমাদের সাধারণ সম্পাদক আরিফুলসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেঁটে গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের ভিসি স্যারের সঙ্গে দেখা করার কোনো সুযোগ দেননি। আমরা এখন হাসপাতালের দিকে যাচ্ছি।’ (সুত্র:) (দেশ টিভি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার বাংলা)