• সোমবার, ২৩ জুন ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ফসলি জমি রক্ষায় তিন সংগঠনের সংবাদ সম্মেলন আগে ছিলো আওয়ামী লীগের সম্পাদক এখন বিএনপির সভাপতি রাজশাহীতে তানোরে মায়ের আম কাটা বটির উপর পড়ে শিশুর মৃত্যু রাজশাহীতে চেয়ারম্যানকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগে সংবাদ সম্মেলন বাগমারায় নবীণ সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্ট ও জিপিএ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান কর্মস্থলে দীর্ঘদিন অসুস্থতা জনিত ছুটি নিয়ে অনুপস্থিত রেল শ্রমিক লীগ নেতারা যশোরে চিকিৎসা করাতে গিয়ে নারী ডাক্তারকে ধর্ষণ পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত রাজশাহীর বাগমারায় কৃষকের ধান কেটে দিলেন কৃষক দল নেতা-কর্মীরা রাজশাহী জেলা ও তাহেরপুর সেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

রাজশাহীর কাটাখালীতে ভুয়া পিবিআই গ্রেফতার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

আব্দুল খালেক: রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা সেজে যানবাহন তল্লাশীকালে দুই ভুয়া পিবিআই সদস্যকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন এলাকার কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে কাটাখালী থানা পুলিশ তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি রিফ্লেকটিং ভেস্ট ও একটি ক্যাপ উদ্ধার করা হয়।

 

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

আটককৃতরা হলো- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকার মো: আবুল কালাম আজাদের ছেলে মো. গোলাম রসুল রনক (৩৫) ও নগরীর সাগরপাড়া বটতলা এলাকার মো. জয়নাল আবেদীন শেখের ছেলে মো. ওহিদুল শেখ অপু (৩২)।

 

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- রবিবার রাতে কাটাখালী থানার এএসআই মো. জয়নাল আবেদীন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। রাত ১টায় কাটাখালী থানা পুলিশের ওই টিম দেখতে পায় কাটাখালী থানার চৌমহনী বাজারে একজন পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও অন্যজন পুলিশের ফিল্ড পরিধান করে টাংগনগামী বিভিন্ন যানবাহন থামানোর চেষ্টা করছে। পুলিশের গাড়ি দেখে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত কাটাখালী বাজারের দিকে পালিয়ে যায়। ঘটনাটি বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পেরে মতিহার জোনের ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.একরামুল হকের তত্ত্বাবধানে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. জুয়েল রানা ও তার টিম রাত দেড়টার দিকে কাটাখালী বাজারের তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি রিফ্লেকটিং ভেস্ট, একটি ফিল্ড ক্যাপ ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এই দুই ভুয়া পিবিআই সদস্যকে আটক করে।

 

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও ফিল্ড ক্যাপ পড়ে টাংগন ও চৌমহনি এলাকায় লোকজনকে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটকের সময় তারা প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন যানবাহনের কাগজ পরীক্ষা করার জন্য যানবাহন থামানোর চেষ্টা করছিলো বলেও তারা জানায়। আটককৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দিয়ে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.