মোঃ আব্দুল মালেক, বিডি নিউজ২৩: রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ত্রৈমাসিক সভার আয়োজন করেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন ডাসকো ফাউন্ডেশন।
সভায় সংগঠনের কর্মীরা তুলে ধরেন তাদের সফলতার কথা এবং সংগঠনের কর্মীরা তাদের মানবিক কাজ ও মানুষের উন্নত জীবনের লক্ষ্যে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।
এ সময় মোঃ দুরুল ইসলামের সঞ্চালনায়, মোঃ মানসুরর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক, জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের, রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়া নয়ন, ডাসকো ফাউন্ডেশনের ট্রেনি অফিসার জহুরা পারভিন সহ সংগঠনের বহু কর্মীরা।