রায়হান ইসলাম : রাজশাহীর দূর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে দূর্গাপুর থানার আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় দূৃর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকের সভাপতিত্বে ও তদন্ত অফিসার নয়ন ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া -দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিনয় কুমার, সাধারণ সম্পাদক আনন্দ সরকার । হিন্দু, বোদ্ধ,খ্রীষ্ট ধর্মের উপজেলা সভাপতি তারকনাথ মুজুমদার সহ অন্যানরা উপস্থিত ছিলেন ।