বিডি নিউজ২৩: এই আধুনিক যুগে বিজ্ঞানের বদৌলতে প্রতিনিয়ত আমরা নানান ঘটনার সাক্ষী হচ্ছি। বিজ্ঞান না থাকলে আমাদের বাস্তবে এসব দেখার ভাগ্য হতো না।
এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট। এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে। এরা নর-নারী সঙ্গম করে এবং আমাদের মুখে পরাগায়ন করে। এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে ২০ থেকে ২৪ টি ডিম পাড়ে।
এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া গুলো খাওয়া। প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে। ছবিটি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তোলা। সংগৃহীত
অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?
আল-কুরআন। সূরা (আর_রহমান 55:13)