আ: মালেক: নীলফামারীর ডোমারের জোড়া বাড়ি ইউনিয়ন পরিষদে, প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) নীলফামারী, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান অগ্রগতি বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সরকারি খরচে আইনগদ সহায়তা প্রধান অগ্রগতি বিষয়ক হতদরিদ্র মানুষের কল্যাণে আইন প্রণয়ন ও মাদক মুক্ত সমাজ সভা ও প্রাতিষ্ঠানিক গন শুনানির আলোচনার আয়োজন করা হয় সভাপতি- জনাব মোঃ সাখাওয়াত হাবিব বাবু, চেয়ারম্যান, ৪নং জোড়াবাড়ী ইউপি।জনাব মোঃ সাখাওয়াত হাবিব বাবুর বক্তব্যে উঠে এসেছে যে ৪ নং জোড়া বাড়ি ইউনিয়ন পরিষদে মাদক থেকে শুরু করে সব ধরনের অন্যায় কার্যকলাপ ৪ নম্বর জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদে হতে দেওয়া যাবে না
মোঃ শাহজাহান সরকার শাওনের সঞ্চালনায়, প্রধান অতিথি-হিসেবে উপস্থিত ছিলেন জনাব উতপল ঘোষ, সিনিয়র এসিস্ট্যান্ট জজ ও লিগাল এইড অফিসার নীলফামারী। জনাব উৎপল ঘোষ বক্তব্য রাখেন ৪ নং জোড়া বাড়ি ইউপির চেয়ারম্যানের বক্তব্যকে উনি স্বাগতম জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান
বিষেশ অতিথিবৃন্দ-হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মাহমুদ-উন-নবী, অফিসার ইনচার্জ, ডোমার থানা।
জনাব এডভোকেট মহিতোষ রায়, প্রোগ্রাম ম্যানাজার আরডিআরএস, নীলফামারী।
জনাব মোঃ আসাদুজ্জামান, সভাপতি জেলা ফেডারেশন আহ্বায়ক আরডিআরএস, নীলফামারী। জনাব মোঃ আমিনুর রহমান সেতু ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগ, জোড়াবাড়ী ইউনিয়ন শাখা। জনাব মোঃ আনজারুল হক মিলন, পরিচালক অয়েসিসি এনজিও, মিরজাগঞ্জ। জনাব মোঃ রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক, আওয়ামী লীগ, ডোমার সদর, নীলফামারী। ৪নং জোড়াবাড়ী ইউয়নের সকল নির্বাচিত সদস্যগনসহ আরও অনেকে।