শাহাদত হোসাইন, বিডি নিউজ২৩: সারাদেশের ন্যায় রাজশাহীর দূর্গাপুর উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে কর্মবিরতী শুরু করেছে।
সোমবার সকাল ৮ টা থেকে শুরু করেছে দুপুর ১২ টা পর্যন্ত চলবে। কেন্দ্রেীয় কর্মসূচী অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
দাবীগুলো হল- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিযোগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পুরণ।
জানা গেছে, রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার,অফিস সহকারী মোঃ শামীম হোসেন,ওয়ার্ক এ্যাসিস্টেন্ট মোঃ শাহিনুর ইসলাম এই কর্মসূচী পালন করে।