মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মজনুকে (৪০) গ্রেফতার করছে থানা পুলিশ। মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার রাতে মজনুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজনু শাহ উপজেলার কিশমত গনকৈড় ইউপির বাদইল গ্রামের আব্দুল মজিদ শাহ’র ছেলে।
বুধবার রাতে নিজ গ্রাম বাদইল সুইচগেট এলাকা থেকে তাকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রনয় কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার (দুর্গাপুর-তাহেরপুর) সড়কের বাদইল সুইচগেট এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। কুখ্যাত মাদক ব্যবসায়ী মজনুর বিরুদ্ধে দুর্গাপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মজনুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।