মিজানুর রহমান বাগমারাঃ রাজশাহীর বাগমারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের শুরুতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় আদর্শ টেকনিক্যাল এন্ড
বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, হাট গাঙ্গোপাড়া কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল হক। এতে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ লিটন, অধ্যক্ষ মজনু মোহাম্মদ, জালাল উদ্দীন, কাজী সাইফুল আলম, মাহাবুর রহমান, তোফাজ্জল আহম্মেদ বকুল, শিক্ষক মজিবুর রহমান, মহিদুল ইসলাম, আসাদুল্লাহ, আবু সামা, ফজলুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, দেশের প্রতিটি শিক্ষা
ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয় সে বিষয়ে শিক্ষকদের গুরুত্বপর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় গড়ে তুলতে সরকার সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত ভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। উক্ত মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন, বাগমারা উপজেলা শাখা।