বিডি নিউজ২৩: পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পটুয়াখালীর কলাপাড়ায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন তারই মেয়ে।
এ ঘটনায় গ্রামবাসীদের হাতে আটক অভিযুক্ত পিতাকে (৫০) শুক্রবার (২৬ আগস্ট) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় নারী ইউপি সদস্য নাজমা বেগম ও গ্রামবাসীরা জানান, ওই নারীর কিছুদিন আগে বিয়ে হয়। এখনো স্বামী তাকে শ্বশুরবাড়িতে তুলে নেয়নি।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই মেয়ের পিতা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার মেয়ের। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেয়।
অভিযুক্ত পিতা গ্রামবাসীর কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, মহিপুর থানায় মেয়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার তাকে পটুয়াখালী মেডিক্যালে পাঠানো হবে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।