রাজশাহীর পুঠিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি ও ছাত্রদল নেতার উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ। পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করেন বক্তারা…More
শাহাদত হোসাইন (রাজশাহী) তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির এবং ভোলায় ছাত্রদল নেতা নূরো আলম ও সেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম ভাই এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২২আগষ্ট) বিকেলে উপজেলা সদরে অধ্যাপক নজরুল ইসলামের বাস ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, দেশ এখন সরকারের হাতে নেই পুরোপুরি ভারত নিয়ন্ত্রিত। আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না। যার কারনে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে খুব দ্রুত সরিয়ে ফেলতে হবে। প্রতিদিনই দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার কারনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আপনারা সবাই আগামীতে এই সরকারের বিরুদ্ধে আমাদের সাথে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।
এদিকে পটিয়া পৌরসভার মেয়র আল মামুন খান তিনি সরকারের সমালোচনা করে বলেন, আমরা বর্তমানে জান্নাত নামের জাহান্নামে বসবাস করছি যতদিন এই সরকার থাকবে ততদিন দেশবাসীকে চরম কষ্টে থাকতে হবে। দেশে আজ বিদ্যুৎ নেই, তেলের দাম আকাশ চুম্বী, প্রতিটি নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এই ফ্যাসিজ সরকার কোনভাবেই ক্ষমতা ছাড়তে চায় না। আমরা আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সরিয়ে ফেলে, সাধারণ মানুষকে শান্তি দিতে চাই। এছাড়া আমাদের হাতে কোন উপায় নেই। বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিনিয়ত গুম, খুন, হামলার মধ্যে ফেলে নানান ভাবে হয়রানি করছে এই সরকার। দেশকে বেহেস্তের সাথে তুলনা করছে অথচ দেশের মানুষ চরম কষ্টে জীবন যাপন করছে। আগামীতে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে, এমনটাই বলছিলেন পুঠিয়া পৌর মেয়র আল মামুন খান।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আহবায়ক আসাদুল হক। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আঃ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, পুঠিয়া পৌর মেয়র আল মামুন খান। এসময় বিএনপি নেতা মমতাজুল হক লাল্টু, একরামুল হক, শামীম আহম্মেদ, মাজেদুল হক বাচ্চু, আনিছুর রহমান, কৃষক দলের নেতা বজলুর রহমান, আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শিহাব, অনুপ, ফারুক, আলাল, বাবু, মিঠুন সহ অনেকে উপস্থিত ছিলেন।