নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৪ ই আগস্ট রবিবার দুপুর ২ ঘটিকার পর থেকে কোনো কারন ছাড়ায় তার নাখ মুখ দিয়ে রক্ত উঠতে থাকে।
তাৎক্ষণিকভাবে তিনি নিকটস্থ ক্লিনিকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং চিকিৎসা নেন। রাত ৯ টার পরও কোনো উন্নতি বুঝতে না পেরে তিনি আরেক জন ডাক্তারের শরণাপন্ন হন। পরবর্তী ডাক্তার চিকিৎসা দিয়ে আরো অবনতি দেখা দিলে। সকাল সকাল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ডাক্তার অনেক গুলো পরিক্ষা নীরিক্ষা করে বলেন, রোগীর নাকে পলিপ হয়েছে। পলিপ সাধারণত এনার্জির জন্য হয়ে থাকে। আপাতত রক্ত পাত বন্ধ হোক। কিছুদিন পর অপারেশনের মাধ্যমে পলিপ নির্মুল করতে হবে।
গণমাধ্যমকর্মী ফায়সাল মাহমুদ সকলের কাছে দোয়া পার্থী।