শাহাদত হোসাইন, পুঠিয়া, রাজশাহী। রাজশাহী পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে সাপের কামড়ে তামিম হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
রবি বার ভোর ৫ টার দিকে রাজশাহী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শিশু তামিম ওই গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে।
শনিবার আনুমানিক রাত্রি ১২.৩০ মিনিটের দিকে বাবা মা-এর সাথে বিছানায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে দংশন করলে ঘুম ভাঙ্গে ছোট্ট শিশু তামিমের। সেখান থেকে প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।