মুহাররম মাসের ফজিলত ও রোজার নিয়ম-কানুন

৯ই মুহাররম, আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল আশুরার মূল রোজাটি রাখতে হবে ইন শা আল্লাহ

 

পবিত্র মুহাররম মাসে আশুরা উপলক্ষে দুইদিন রোজা রাখতে হবে। আগষ্ট মাসের ৮ এবং ৯ তারিখ (সোম এবং মঙ্গলবার) অথবা ৯ এবং ১০ তারিখ (মঙ্গল এবং বুধবার)।

 

রবিবার এবং সোমবার রাতে সাহরী খেতে হবে। সাহরীর শেষ সময়ঃ- ৪ঃ০৭ মিনিট [ঢাকা]।

 

আশুরার রোজা রাখার ফজিলত হচ্ছেঃ- পূর্বের ১ বছরের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। -[সহীহ মুসলিমঃ- ২৬৩৬]

 

রোজা রাখার ক্ষেত্রে মনে মনে নিয়ত করতে হবে, “আমি আশুরার দিন উপলক্ষে রোজা রাখার নিয়ত করলাম অথবা রোজা রাখলাম”।

 

আশুরার উপলক্ষে কেউ চাইলে ৩ দিনও রোজা রাখতে পারবেন। তবে ৩ দিন রোজা রাখা সম্ভব না হলে অন্তত ২ দিন রাখার চেষ্টা করতে হবে ইন শা আল্লাহ। (সকল তথ্য সংগৃহীত)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *