বিডি নিউজ২৩/BD News23: ভোলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল। ভোলা জেলা যুবদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে চলছে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। যার পরিপ্রেক্ষিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। ভোলা জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি পাশাপাশি বন্ধ রয়েছে দোকানপাট বিপনি বিতান শপিংমল সহ জান চলাচল তবে অল্প কিছু গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।
ভোলা জেলা জুড়ে দোকানপাট রয়েছে বন্ধ এবং অন্যান্য দিনের তুলনায় যান চলাচল একেবারেই কম। সকাল থেকে হরতাল চলাকালীন অবস্থা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত কিছুদিন আগে তেল গ্যাস বিদ্যুৎ এর দাম বৃদ্ধি সহ নানান ইস্যু নিয়ে ভোলায় চলে আন্দোলন। সেই আন্দোলনে বিএনপির অঙ্গ সংগঠনের ২ নেতা নিহত হবার ঘটনায় আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছেন ভোলা জেলার বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
ভোলা জেলা যুবদলের সভাপতি নূরে আলম ওই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে টানা তিন দিন লাইভ সাপোর্টে থেকে গতকাল বুধবার সে মারা যায়। এরপর নড়েচড়ে বসে ভোলা জেলা বিএনপির সহ কেন্দ্রীয় বিএনপি’র নেতাকর্মীরা। নূরে আলমের মৃত্যুর পর হবে হোসেন ভোলা জেলা বিএনপির সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঠিক এরই ধারাবাহিকত আজ বৃহস্পতিবার ভোলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল।