নামঃ মোঃ আবুল কালাম আজাদ। পিতার নামঃ মৃত-মেছের আলী প্রাং। মাতার নামঃ মৃত-খাতেজান বিবি। স্ত্রীর নামঃ মোছাঃ খন্দকার সায়লা পারলীন। সন্তানঃ পুত্র-০২ টি
ভাই বোনের সংখ্যাঃ ৪ ভাই ৪ বোন
বর্তমান ঠিকানাঃ মহল্লা-জামগ্রাম, উপজেলা-বাগমারা, জেলা-রাজশাহী। স্থায়ী ঠিকানা- মহল্লা-জামগ্রাম,উপজেলা-বাগমারা,
জেলা-রাজশাহী। ধর্মঃ ইসলাম। জাতীয়তাঃ বাংলাদেশী। জন্ম তারিখঃ ১৬ই এপ্রিল ১৯৭৫
জাতীয় পরিচয় পত্র নংঃ ৩২৮৩২৯৮…
শিক্ষাগত যোগ্যতাঃ ১। এসএসসি-তাহেরপুর উচ্চবিদ্যালয়, ১৯৯১-১ম বিভাগ। ২।এইচএসসি-রাজশাহী কলেজ,রাজশাহী,১৯৯৪-২য় বিভাগ। ৩।বিএসএস (সম্মান) -রাজশাহী বিশ্ববিদ্যালয়,১৯৯৭,২য় শ্রেণী। ৪। এমএসএস-রাজশাহী বিশ্ববিদ্যালয়,১৯৯৮,২য় শ্রেণী।
রাজনৈতিক অবস্থানঃ ১।১৯৮৭ সালে তাহেরপুর উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের স্কুল কমিটির সাধারণ সম্পাদক। ২।১৯৯২ সালে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ৩। ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া হল শাখার ভার প্রাপ্ত সভাপতি। ৪।১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্মসম্পাদক। ৫।২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটির সদস্য।
৬।২০০৩ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের ১ নং সহ-সভাপতি। ৭।২০০৪ সালে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত। ৮।২০১১ সালে পৌর নির্বাচনে তাহেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত। ৯।২০১৩ সালে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত। ১০। ২০১৫ সালের ৩০শে ডিসেম্বর পৌর নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ০৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে জয়লাভ করে পুনরায় মেয়র নির্বাচিত।
১১। ২০২০ সালে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত।
১২। ২০২০ সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত(প্রস্তাবিত কমিটি)।
১৩। ২০২০ সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য। ১৪। ২০২১ সালের ১৪ ফেব্রুযারি পৌর নির্বাচনে ০৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্র জয়লাভ করে পুনরায় মেয়র নির্বাচিত।
১৫। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে একাধিক রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা ও দীর্ঘদিন কারাবাস। ১৬। ১/১১ রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় ১৮ মাস কারাগারে।
১৭। ২০০৭ সালের ৪টা মার্চ রাজনৈতিক প্রতি হিংসার স্বীকার হয়ে RAB কর্তৃক নির্যাতিত হয়ে দুই পা ক্ষতিগ্রস্থ হই এবং পরবর্তীতে মামলাটি রাজনৈতিক মামলা হিসাবে বিবেচিত হওয়ায় রাষ্ট্রীয় ভাবে প্রত্যাহার করা হয়েছে। ১৮। ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রনিত হয়ে অদ্যবধি পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতির সাথে জড়িত থেকে জনসেবায় নিয়জিত আছি।
মোঃ আবুল কালাম আজাদ মেয়র তাহেরপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তাহেরপুর পৌর শাখা বাগমারা, রাজশাহী।