• মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
Headline
গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ নির্বাচন ঘিরে বেড়েছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয় গরিবদের আরো ভালোভাবে সহায়তা করতে ইউপি নির্বাচন করতে চান রাহিমা বেগম দেশের সব থানার ওসি ও ইউএনও’দের বদলির নির্দেশ ফিতা কাটার বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই: অপু বিশ্বাস পুঠিয়া-দু্র্গাপুরে স্বতন্ত্র ৩ প্রার্থী সহ, ৯ জনের মনোনয়নপত্র দাখিল রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা

নিরাপদে বাংলাদেশ, দেউলিয়ার পথে ভারত, পাকিস্তান, নেপাল

Reporter Name
Update : সোমবার, ১ আগস্ট, ২০২২
বিডি নিউজ২৩
নিরাপদে বাংলাদেশ, দেউলিয়ার পথে ভারত, পাকিস্তান, নেপাল

বিডি নিউজ২৩/BD News23: শ্রীলংকার অর্থনৈতিক-রাজনৈতিক সংকট সাম্প্রতিক বিশ্বে এখন ‘উদাহরণ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই উদাহরণ টেনেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, পাকিস্তান এখন শ্রীলংকার পথে যাচ্ছে।

 

গত বুধবার রাওয়ালপিন্ডিতে দলীয় সভায় এ কথা বলেন তিনি। খবর ডনের।

 

ইমরান এমন সময় শ্রীলংকার নাম নিলেন যখন পাকিস্তানি রুপির দাম পড়ছে তো পড়ছেই। গতকাল আরও এক দফা রুপির দরপতন হয়েছে। একই দিনে সরকার জ্বালানি তেলের দামও আরেক দফা বাড়িয়েছে। যদিও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জ্বালানি মূল্যবৃদ্ধির দায় সাবেক সরকারের কাঁধে দিয়েছেন।

 

শাহবাজ বলেছেন, সরকার নিরুপায়, পূর্বের সরকার যা করে গেছে এ কারণে এই সরকার জ্বালানির মূল্য বাড়াতে বাধ্য হচ্ছে।

 

খবরে বলা হয়েছে- পাকিস্তানে এখন প্রতিলিটার পেট্রল ২৩৪, ডিজেল ২৬৩ আর কেরোসিন ২১২ রুপিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি পাকিস্তানি রুপির দরে একের পর এক পতন ঘটেছে। একই দিনে অতীতের সব রেকর্ড ভেঙে পাকিস্তানি ২০৭ রুপির বিনিময়ে মিলছে ১ ডলার। ১৯৪৭ সালে দেশটি স্বাধীনতা লাভের পর পাকিস্তানি রুপির এমন পতন কখনই দেখেনি।

 

এমন প্রেক্ষাপটে ইমরান খান বলেন, পাকিস্তানে রপ্তানি আজ ১০ শতাংশ কমে গেছে। স্টক এক্সচেঞ্জ থেকে বেরিয়ে গেছে ৭০০ বিলিয়ন রুপি। পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে রেটিংও কমিয়েছে বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান মুডিস। ইমরান বলেন, দেশ শ্রীলংকার মতো পরিস্থিতির পথে রয়েছে। এই দেশকে বাঁচানোর একমাত্র উপায় আগাম ও স্বচ্ছ নির্বাচন।

পর্যবেক্ষকরা মনে করছেন, পাকিস্তানের অর্থনীতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিদেশি ঋণের চাপ পড়ছে সাধারণ জনগণের ওপর। অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে জ¦ালানি তেলের দাম আবারও বাড়ানো হলো। অন্যদিকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমতে শুরু করেছে।

 

বর্তমান এই অর্থনৈতিক সংকটের জন্য ইমরান খান সরকারের নীতিকে দায়ী করেছে দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, ইমরান খান সরকারের নীতির কারণে দেশের অর্থনীতির এই বেহাল দশা। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ভর্তুকি দিয়ে ইচ্ছাকৃতভাবে পেট্রলের দাম কমিয়েছিলেন এখন বর্তমান সরকারকে সেই সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে। তার মতে, পাকিস্তান প্রতিলিটারে পেট্রলে ২৪ দশমিক ০৩ রুপি, ডিজেলে ৫৯ দশমিক ১৬ রুপি, কেরোসিনে ৩৯ দশমিক ৪৯ রুপি এবং লাইট ডিজেলে ৩৯ দশমিক ১৬ রুপি ভর্তুকি দিচ্ছে। এদিকে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির নজিরবিহীন দরপতন ঘটেছে। আগের সব রেকর্ড ভেঙে গতকাল বৃহস্পতিবার আরেক দফা নেমেছে পাকিস্তানি রুপির মান। বর্তমানে পাকিস্তানের মুদ্রাবাজারে ২০৭ রুপির বিনিময়ে মিলছে ১ ডলার। খোলাবাজারে এটি দাঁড়িয়েছে ২০৮ রুপি।

 

এদিকে আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, খুব দ্রুতই পাকিস্তান ভারত এবং নেপালের দেউলিয়া হবার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বাংলাদেশের দেউলিয়া হওয়ার বিষয়টি আন্তর্জাতিক অর্থনীতিবিদরা পিছিয়ে রাখছেন, বিভিন্ন কারণ দেখিয়ে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলেও দেউলিয়া হবার আশঙ্কা একদমই নেই, এমনটাই বলছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদরা। (সূত্র: দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম থেকে)

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

No comments to show.