মিজানুর রহমান স্টাফ করেসপন্ডেন্টঃ সমান তালে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। প্রত্যন্ত এলাকায় সময় মতো উন্নয়ন নিশ্চিত করতে চাইলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় হীনতা থাকলে গ্রামীণ উন্নয়ন সম্ভব না। জনপ্রতিনিধি হচ্ছে সরাসরি জনগণের সেবা এবং উন্নয়নের সাথে জড়িত।
জনপ্রতিনিধি মূলত প্রশাসনের সহযোগিতা উপর নির্ভর করে। প্রতিটি এলাকার উন্নয়নের সাথে উপজেলার বিভিন্ন দপ্তর জড়িত। সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি এমনই নির্দেশ দিয়েছেন উপজেলা মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি আরো বলেন, কোন কর্মকর্তা নিজেকে বড় ভাবলে চলবে না। সবার সাথে সততা নিয়ে কাজ করতে হবে। জনগণের উপর কোন ভাবেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। বাগমারাকে দেশের সেরা উপজেলার স্বীকৃতি অর্জণ করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের পরিচালনায় মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, লুৎফর রহমান, আলমগীর সরকার, আনোয়ার হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাসিক সভার সদস্য গণ উপস্থিত ছিলেন।