বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার কৃতি সন্তান বর্তমান শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শ্রী কাঞ্চন কুমার দাসের সুপারিশ মাধ্যমে বাগমারায় ক্যান্সার রোগির পরিবারে মাঝে চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ৩১ জুলাই বিকাল ৩ ঘটিকায় তাহেরপুর হরিতলা মোড়ে ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন রামরামা ক্যান্সার আক্রান্ত মোছাঃ বিথী খাতুন এর বাবা শরিফুল ইসলাম এর হাতে (৫০০০০) চেক তুলে দেওয়া হয়।
চেক বিতারণের সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরশাদ আলী ছাত্রলীগনেতা জাহিদুল খাঁন শোভন ও শুভ্র সহ ব্যাক্তি প্রমুখ।।
এই সময় দেশরত্ন, বাংলার প্রান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগ কর্মীরা।