বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার শারীরিক ভাবে অসুস্থ। শনিবার সকালে তাঁর ঘোড়ামারাস্থ নিজ বাসভবনে দেখতে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় তিনি অনিল কুমার সরকারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বেশকিছু সময় উভয়ের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়াবলী নিয়েও আলাপচারিতা হয়। অনিল কুমার সরকারের দ্রুত শারীরিক সুস্থতা কামনার করেন। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে দেশের বাহিরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
সম্প্রতি তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি রাজশাহীতে নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে অবস্থান করছেন।
এ সময় তাঁর সাথে ছিলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এনা গ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ান জাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাংসদের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান।