সরাসরি ভোটে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহীঃ সরাসরি ভোটে  রাজশাহী বাঘায় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে।মঙ্গলবার(২৬ জুলাই)অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মঙ্গলবার উপজেলার কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো.আঃআওয়াল রান্টু ১৮১ ভোট পেয়ে প্রথম হন।মোঃমাইনুল ইসলাম(মুক্তার)  ১২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।মোঃউম্মত আলী ১২৫ ভোট পেয়ে তৃতীয় ও মো. রাবেজুল ইসলাম (ডাবলু)  ১২০ ভোট পেয়ে চতুর্থ হন।

 

উল্লেখ্য,কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ৩৪৯। কাস্ট হয়েছে ২৭৯ ভোট।

 

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার মাহামুদুর রহমান খান। উপস্থিত ছিলেন-রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিরুল ইসলাম রতন,কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান,কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সভাপতি আঃ সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *