বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ গ্রাম গাজাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃজামাল মোল্লাহ্(৪২) উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে।
বাঘা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২৪জুলাই) ভোর ৪টায় এসআই মোঃকামরূজ্জামান,এএসআই আবু বক্কর সিদ্দিক,এএসআই সাব্দুল,এএসআই আঃরহিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল উপজেলার চকরাজাপুর ইউনিয়নে দাদপুর গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে জামাল মোল্লাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা ওসি (তদন্ত) আঃকরিম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর করিয়া তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।