তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক জবান আলীকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আবুল কালাম আজাদ।
মিজানুর রহমান স্টাফ করেসপন্ডেন্টঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক জবান আলীকে শুভেচ্ছা জানিয়েছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
আজ ২৪ জুলাই রোজ রবিবার দুপুর ২ ঘটিকায় স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তাহেরপুর পৌরবাসীর পক্ষ থেকে এক বার্তায় শুভেচ্ছা জানানো হয়।
নরসিংহপুর উচ্চ বিদ্যালয় হতে আগত জনাব জবান আলী ভাই প্রধান শিক্ষক হিসেবে আজ ২৪ /৭ /২০২২ খ্রিস্টাব্দ তারিখে তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করায়, শিক্ষক জবান আলী কে মাননীয় মেয়র অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
এই সময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর মেয়র ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ আরও অনেকে।