মিজানুর রহমান, বাগমারাঃ বাগমারা তাহেরপুর পৌরসভা’র রুপকুমার (৪০) বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঘটনা ঘটছে।
নিখোঁজ ব্যাক্তি তাহেরপুর ৪ নং ওয়ার্ড জেলেপাড়া বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যাই, একই এলাকার অন্য মৃত্যু ব্যাক্তির শ্মাশানে দাহ শেষ করে বাসার পাশে বারনই নদীতে গোসল করতে নেমে তারপর থেকে নিখোঁজ।
নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনার স্থানে বাগমারা ফায়ার সাভির্স তাহেরপুর তদন্ত কেন্দ্রে র পুলিশ পৌঁছে।
বাগমারা ফায়ার সাভিস প্রধান মেহেদী হাসান তুহিন বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনার স্থানে আসি ডুবলি দল সন্ধা হওয়ার কারণে আগামীকাল সকালে উদ্ধার কাজ কাজ পরিচালনা করবে।