সূর্য্য চক্রবর্তী, (বাগেরহাট) প্রতিনিধি: ২৩শে জুলাই সকাল ১০ টায় কচুয়া উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচারণার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়েছে।
আগামী২৩-২৯ জুলাই পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।
এদিন মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস মৎস্য সপ্তাহ ২০২২ এর গৃহীত কার্যক্রম গুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং সাংবাদিকদের করা নানা মুখি প্রশ্নের জবাব দেন।
এছাড়াও সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন,উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।