হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহী, প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা আমের জন্য অত্যন্ত সুপরিচিত। এ উপজেলার আম দেশ বিদেশে রয়েছে সুনাম ও সুখ্যাতি।
বাঘা কৃষি অফিস সূত্রে জানা যায়, করোনা প্যান্ডেমিক এর কারণে দু বছর আম রপ্তানি বন্ধ থাকার পর, ২০১৯-২০ অর্থবছর থেকে আবারো বিদেশে আম রপ্তানি শুরু হয়, সে বছর ১৫.০০ মেট্রিক টন এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এই অর্থবছরে তা বেড়ে ২১.২৮ মেট্রিক টনে পৌঁছিয়েছে।
২০২১-২২ অর্থবছর কন্টাক্ট ফার্মিং সিস্টেম এর চুক্তিবদ্ধ চাষী শফিকুল ইসলাম ছানার আম বাগান থেকে ইংল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ইতালি, ফ্রান্স ও হংকং এ সর্বমোট ২১.২৮ মেট্রিক টন আম রপ্তানি হয়।
রপ্তানিকৃত আমের মধ্যে হিমাসাগর ৫.৮৬ টন, ল্যাংড়া ১.৪২ টন, আম্রপালি ০.৬০ টন, লক্ষণভোগ ১.২৪ টন, ফজলি ৯.৬ টন, তোতাপুরি ১.৩ টন, বোম্বাই ০.৮৬ টন ও বারি আম-৪ জাতের আম ০.২০ টন রয়েছে।
উল্লেখ্য ০১/০৬/২০২২ তারিখ ইংল্যান্ডে ১.০০ টন ও হংকং এ ০.৫ টন আম রপ্তানির মাধ্যমে বাঘা উপজেলা হতে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল।