• শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব-৫ ঘুষকাণ্ডে দালালির দায়ে সাসপেন্ড হিটলার মার খেয়ে মামলা করে আপোসও করে তিনিই! পুঠিয়ায় ট্যাপেন্টাডল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা পুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে মাছ শিকার! প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল বাগমারায় আ.লীগ নেতা ও ক্যাডার আক্কাস আলী মাস্টার গ্রেফতার দখলদার হিটলার-বুলবুল গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা রাজশাহী বাঘায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

এবার মাছসহ পুকুরের পানি উধাও, পুকুর ঘিরে এলাকাজুড়ে চলছে তোলপাড়

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
BD News23
এবার মাছসহ পুকুরের পানি উধাও, পুকুর ঘিরে এলাকাজুড়ে চলছে তোলপাড়

বিডি নিউজ২৩/BD News23; দিনটি ছিল অন্য আরও দশটি দিনের মত অথচ সকালে উঠে হঠাৎ যখন সবাই দেখতে পান পুকুরের মাঝখানে একটি কূপের দেখা এবং পুকুর থেকে পানি উধাও হয়ে যাওয়ার মতো ঘটনা পুকুরে একটি মাছও না থাকা এই সব মিলে যেন এক প্রকার সৃষ্টি হয়েছে। এতে করে এলাকা জুড়ে চলছে তোলপাড় শুরু হয়েছে চঞ্চলের দূরদূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন ওই পুকুরটি তাদের সবার মনে একই প্রশ্ন কেন পুকুর থেকে পানি সহ মাছ উধাও হয়ে গেল এ বিষয়ে তেমন কিছু বলতে পারেননি উপজেলা মৎস্য কর্মকর্তা তবুও বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।

 

বগুড়ার কাহালু উপজেলায় আকস্মিকভাবে বিপুল মাছসহ একটি পুকুরের পুরো পানি উধাও হয়েছে। পুকুরের মাঝে গোলাকারভাবে মাটি ধসে সৃষ্টি হয়েছে একটি কূপ।

 

ঘটনাটিকে নানাভাবে উপস্থাপন করে অনেকে অলৌকিক হিসাবে বলারও চেষ্টা করছেন। পুকুর ঘিরে এলাকাজুড়ে চলছে তোলপাড় ও চাঞ্চল্য। বগুড়ার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রাম। এর পশ্চিমপাড়ায় আলোচিত পুকুরটি। এর আশপাশে আরও ৭টি পুকুর রয়েছে।

 

প্রায় এক বিঘার এই পুকুরটির মালিক শফিকুল ইসলাম ভুষির ব্যবসা করেন।

 

১৩ জুলাই হঠাৎ করে পুকুরের মাঝখান থেকে পানি প্রায় ৪/৫ ফুট উচ্চতায় লাফিয়ে ওঠে। পুুকুরের পাশে বাঁশের মাচায় বসেছিল ৮ম শ্রেণীর ছাত্র নাফিউল ইসলাম ও ওমর ফারুক। পুকুরের পানি হঠাৎ করে কয়েক ফুট উচ্চতায় লাফিয়ে ওঠায় তারা ভয় পেয়ে দৌড় দেয়। এর কয়েকদিন পর সোমবার রাতের যে কোন সময় পুকুরের সব পনি মাছসহ উধাও হয়ে পুকুরের মাঝে একটি কূপ আকারের গর্ত সৃষ্টি হয়। মঙ্গলবার ভোরে মসজিদের মোয়াজ্জিন সাইফুল ইসলাম মোল্লা প্রথম ঘটনাটি দেখতে পেয়ে পুকুর মালিককে বিষয়টি জানান। এরপর বিষয়টি নানা গল্পে ছড়াতে থাকে।

 

এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ জানান, হঠাৎ করে পুকুরের পানি শুকিয়ে সৃষ্ট কূপে মাছ চলে যাওয়ার কোন ঘটনা তিনি কখন শোনেননি। পুকুরের মাটিতে চাপজনিত কোন শূন্যতা থেকে কূপের সৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.