বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় নবগঠিত কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম। মুঠোফোনে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাগমারা আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য উপাধ্যক্ষ এনামুল হক, বাগমারা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি তহমিনা ইয়াসমিন মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কৃষক লীগ নেতা আফছার আলী,কামাল হোসেন,বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামিম, নওশাদ আলী, বিপুল, টগর, মহসিন আলী,তুষার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।