নিজস্ব প্রতিবেদক, বাগমারা, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচএম কামারুজ্জামান হেনার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাগমারা উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রবিবার বেলা ১১ টায় উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবরে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ এইচএম কামারুজ্জামান হেনার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকলীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম, সদস্য সচিব বিমল চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক এজাজ হোসেন উজির, বাগমারা উপজেলা কৃষক লীগের নবগঠিত কমিটির সভাপতি মহসিন আলী প্রাং, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী জেলা কৃষক লীগের সদস্য বজলে মামুন, শাহাবুব আলম, নজরুল ইসলাম, বাগমারা বাসুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফরেজ আলী।