• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
আত্মগোপনে থাকা নেতার অপহরন মামলায় ব্যবসায়ী কারাগারে রাজশাহীর পুঠিয়ায় জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহে মিঠুন মোল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সারা দেশের সঙ্গে ৪ ঘণ্টা পর রাজশাহীর ট্রেন চলাচল শুরু পুঠিয়ায় উপজেলা প্রশাসন ও নজরুল ইসলাম মন্ডলের বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন রাজশাহীর পুঠিয়ায় পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর গ্রেফতার রাজশাহীর তানোরে বাসর রাতে বউ উধাও! পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ রাজশাহীর বানেশ্বরে বিএনপির নতুন ওয়ার্ড কমিটর মতবিনিময় ও পরিচিতি সভা রাজশাহীর শাহমুখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন, সদস্য সচিব নাসিম

কথা বলার নিয়ম নীতি/ ৯০% লোকের কথা হয়না

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
বিডি নিউজ২৩
কথা বলার নিয়ম নীতি/ ৯০% লোকের কথা হয়না

বিডিনিউজ২৩ঃ- ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (সূরা নূরঃ ৬১) ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (সূরা ক্বফঃ ১৮) । ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (সূরা বাক্বারাহঃ ৮৩; বুখারী হ/ ১৪১৩)। ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (সূরা নূরঃ ৩; বুখারী হা/ ৩৫৫৯)।

 

৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (সূরা লুকমানঃ ১৯ সূরা হুজুরাতঃ ২ – ৩) ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (সূরা নামলঃ ১২৫) ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা। (সূরা আহযাবঃ ৭১ – ৭২)। ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (সূরা লুকমানঃ ১৯; তিরমিযী হা/ ৪৮৫৯)। ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা (সূরা হা- মীম সাজদাহঃ ৩৪)। ১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। ( সূরা হা- মীম সাজদাহঃ ৩৪)।

 

১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (সূরা ছফঃ ২)। ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা। (সূরা অারাফঃ ১৯৯)। ১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। (সূরা আহযাবঃ ৩২)। ১৪. ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। ১৫.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (সূরা ফুরকানঃ ৬৩)।

 

(১৬) হাসি মুখে কথা বলা। তিনটি জিনিস একবার আসেঃ (১)মাতা-পিতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন।েতিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ

(১) বন্দুকের গুলি (২) কথা (৩) রূহ। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ (১) সু-সন্তান (২) সদকা (৩) ইলম।

 

তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ (১) চুরি (২) চোগল খুরী (৩) মিথ্যা। তিনটিজিনিস 

পেরেশানিতে রাখেঃ (ً ১)হিংসা (২) অভাব (৩) সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখোঃ

 

(১) উপদেশ(২) উপকার (৩) মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্বে রেখোঃ (১) রাগ (২)জিহবা (৩) অন্তর। তিনটি জিনিস অভ্যাস করঃ (১) সালাত (২) সত্য বলা (৩)হালাল রিযিক।

.

তিনটি জিনিস থেকে দূরে থেকোঃ (১) মিথ্যা (২) অহংকার (৩) অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ (১)কলম (২) কসম (৩) কদম। আল্লাহ্ আমাদেরকে সঠিক ভাবে আমল করার তওফিক দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.