বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকদের মাধ্যমে দেশের উন্নয়ন চিত্র ফুটে উঠে।
আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। দেশের সকল উন্নয়নে সাংবাদিকরা রেখে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজেকে শুধু সাংবাদিক পরিচয় দিলেই হবে না। সংবাদের মাধ্যমে নিজেকে বিকশিত করতে হবে। সাংবাদিকদের মাধ্যমেই দেশের আপামর জনগণ প্রকৃত তথ্য পেয়ে থাকে। দেশের উন্নয়নের গতি তরান্বিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু সমালোচনা নয় উন্নয়নও তুলে ধরতে হবে।
শনিবার সকাল ১০ টায় বাগমারা প্রেসক্লাবে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশবাসীর উন্নয়নে কাজ করে। প্রত্যন্ত এলাকা সহ প্রতিটি স্থানে সমান তালে কাজ করে চলেছেন। বর্তমান সরকারের মেয়াদে কাউকে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয় না। নির্বিঘ্নে সবাই চলাচল করতে পারছে। সারের জন্য কোন কৃষককে জীবন দিতে হয় না। তাই গণমাধ্যম কর্মীদের কাজ হবে সত্যকে তুলে ধরা।
বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাংবাদিক আফাজ্জল হোসেন, ইফসুফ আলী, মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, নুর কুতুবুুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।