গরুটি আদালত চত্বরে রেখে ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন…More
বিডি নিউজ২৩/BD News23: কোরবানি করার জন্য গরু কিনেছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা।
রোববার (১০ জুলাই) ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে গরুটি চুরি হয়ে যাওয়ায় আর কোরবানি দেওয়া হয়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানিয়েছেন, ঈদের দিন বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরু রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। নামাজ পড়ে এসে গরুটি আর যথাস্থানে দেখতে পাননি তারা। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গরু চোরকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি। বিডি নিউজ২৩