নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দুর্গাপুর উপজেলা প্রস্তাবিত কমিটির তত্বাবধানে বিভাগীয় শাখার দোয়াল ঘড়ি ও শুভেচছা পত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যাক্তিদের মাঝে উপহার দেওয়া হয়েছে।
৪ জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে উপহারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা দুর্গাপুর পৌর মেয়র তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার( ভূমি) শুভ দেবনাথ, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হককে দেওয়াল ঘড়ি ও শুভেচছা পত্র উপহার দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জিএম কিবরিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা দুর্গাপুর উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি আবুল হোসেন (এল.এল.বি) সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন অর্থ সম্পাদক জাকির হোসেন দপ্তর সম্পাদক মমিন উদ্দিন প্রচার সম্পাদক গোলাপ হোসেন মহিলা বিষয়ক সম্পাদক শারমিন পলি সদস্য নাইম আলী ও ইউসুফ আলী প্রমূখ। উক্ত কর্মসূচিতে দুর্গাপুরের বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সংগঠনের মঙ্গল কামনা করেন।