রাজশাহীর বাঘায় জ্বালানী তেল কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলায় জ্বালানি তেল মাপে কম দেওয়ায় মনিগ্রাম বাজারে মেসার্স রিয়াজ অয়েল সেন্টারে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১লা জুলাই) দুপুর তিনটায় মনিগ্রাম বাজারের কালভাট সংলগ্ন ‘মেসার্স রিয়াজ অয়েল সেন্টারে’ অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।
নির্বাহী ম্যাজিষ্টেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, ২০০৯ সালের ভোক্তা-অধিকার আইনের ৪৬ ধারা অনুযায়ী তেল ওজনে কম দেওয়ায় মেসার্স রিয়াজ অয়েল সেন্টারে হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ৫ লিটারের ১টি ও ১ লিটারের ১টি পরিমাপের যন্ত্র জব্দ করা হয়।