নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী শহর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন মঙ্গলবার শিরোইল কাঁচাবাজার পূবালী মার্কেটের ২য় তলায় ইউনিয়ন কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের সভাপতি মো: মোকলেছুর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ- মহাপরিদর্শক আরিফুল ইসলাম।
এ সময় অনুষ্ঠিত সভায় হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক কর্তৃক শ্রমিকদের নিয়োগ পত্র, সার্ভিস বুক, হাজিরা খাতা, ছুটি, মজুরী, ওভারটাইম, দূর্ঘটনা, ক্ষতিপূরণ, রেজিষ্টার রাখার দাবী জানানো হয়। এছাড়াও সরকার ঘোষিত ন্যূনতম ওভারটাইম, সাপ্তাহিক, উৎসব, ক্রীড়া ছুটির দাবী জানানো হয়।