বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে অবস্থিত শামিম হোটেল এর শামিমের হাতে ক্রেতার মাথা ফাটানোর অভিযোগ ওঠেছে।
জানা যায়, তাহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খয়রা গ্রামের বাসিন্দা মিঠু (৩৫) সকালের নাস্তা শেষে শামিমের নিকট বিল প্রদান করে কিন্তু ফেতর যোগ্য টাকার মধ্যে ছেড়া থাকায় ছেড়া নোট পরিবর্তন করে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় শামিম পাশেই থাকা রুটি বানানোর বেলন দিয়ে সো জোরে আঘাত করে মিঠু র মাথায়। মাথা ফেটে রক্তের কণা শরীলে গড়িয়ে পড়ে, আঘাতের পর মাথায় ৪ টা সেলাই দিতে হয়েছে মিঠুর। এর পর শামিম হোটেল বন্ধ কর পালিয়ে গিয়েছেন।
আহত অবস্থায় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মিঠু।
এই বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বিষয় টি আমি শুনেছি, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ব