রাজশাহীর পুঠিয়ায় একটি কসমেটিকস প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশীয় পণ্যে পাকিস্তানের লোগো, ওজনে কারচুপি ও বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে গ্রাহক প্রতারণার অভিযোগে কাফি কসমেটিকস নামের ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
রোববার (২৬ জুন) বিকেলে র্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ অনুমোদনও রয়েছে। তবে নিয়মের তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি মেড ইন পাকিস্তানের লোগো ব্যবহার করছিলো। ১০ গ্রামের ক্রিম তৈরির অনুমোদন নিয়ে ১৫ গ্রামের ক্রিম তৈরি করছিলো। সেখানেও ওজনে কম ছিলো। এছাড়া গ্রাহককে আকৃষ্ট করতে উপাদান হিসেবে ‘আলু, লাই, শসা’ এসব সম্বলিত স্টিকার ব্যবহার করা হলেও প্রকৃত উপাদান ভিন্ন।
তিনি আরও জানান, গ্রাহক প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসুদ রানা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকলে বলে জানান এই কর্মকর্তা।