বিডি নিউজ২৩/BD News23: ব্যাপক উচ্ছাসের সঙ্গে উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। এই সেতু পার হওয়ার সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (২৫ জুন) হুইল চেয়ারে করে মাওয়াপ্রান্তে সেতুর উদ্বোধনস্থলে হাজির হয়ে এই দাবি জানান তিনি।
জাফরুল্লাহর বলেন, আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রীরে সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি। সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, এই পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের যেন টোল ফ্রি থাকে আর বিদেশিদের জন্য ডবল ট্যাক্সের ব্যবস্থা থাকে। এ সময় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পাশাপাশি এও বলেন, আমাকে দাওয়াত দিয়েছে, সেজন্য আমি খুশি। আমি মনে করি, খালেদা জিয়াকেও আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল।